odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

শ্রাবন্তী এবার বয়সে ছোট ছেলের সঙ্গে 'বিয়ে বিয়ে খেলা'য় মত্ত !

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ December ২০১৯ ০০:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ December ২০১৯ ০০:২০

 

এবার বয়সে ছোট ছেলের সঙ্গে বিয়ে বিয়ে খেলায় মত্ত শ্রাবন্তী!

 

কয়েক মাস আগেই তৃতীয় বিয়ে। আর এবার বয়সে ছোট ছেলের সঙ্গে ‘বিয়ে বিয়ে খেলা’য় মত্ত শ্রাবন্তী! এই মুহূর্তে এই একটাই খবর দাপিয়ে-কাঁপিয়ে বেরাচ্ছে। চমকে গেলেন তো! বিয়ের কিছুদিনের মাথাতেই এ কী শুরু করলেন নায়িকা ? বয়সে ছোট নায়কের সঙ্গে মাতলেন বিয়ে বিয়ে খেলায়?

আসলে টলিউড ফের পেতে চলেছে এক নতুন জুটি। বিয়ে বিয়ে খেলা বাস্তবেই নয় আসছে বড়পর্দাতে। আর বিয়ে বিয়ে খেলা ছবিতে এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন শ্রাবন্তী ও বনি। ছবির নাম শুনে মনে হয়েছে বিয়েকে ঘিরেই ঘুরবে ছবির গল্প।

কাস্টিংয়ের চিরাচরিত ছক ভেঙেছেন রাজা চন্দ। সাধারণত ঋত্বিকা এবং কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গেই বরাবর কাস্ট করা হয় বনিকে, কিন্তু এবার শ্রাবন্তী! ছবিটি আগাগোড়া পারিবারিক, মজার ছবি। রয়েছে নানা চমকও।

যদিও এর আগে বনি-শ্রাবন্তী ভূতচক্র প্রাইভেট লিমিটেড এবং জিও পাগলার মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন, তবে সেখানে শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধেননি বনি।



আপনার মূল্যবান মতামত দিন: