odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

২০০ কোটির ক্লাবে রইস

Admin 1 | প্রকাশিত: ৩ February ২০১৭ ০০:১৯

Admin 1
প্রকাশিত: ৩ February ২০১৭ ০০:১৯

বক্স অফিসে ফের জাদু দেখালেন বলিউড কিং শাহরুখ খান। তার সবশেষ মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘রইস’ মাত্র ৬ দিনেই বিশ্বজুড়ে ২০০ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে শুধু ভারত থেকেই ছবিটি আয় করেছে ৭৫ কোটি রুপি। এ উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করেন শাহরুখ খান। পার্টিতে নির্মাতা রাহুল ঢোলাকিয়া, সানি লিওন, নওয়াজউদ্দিন সিদ্দিকীসহ ছবির পুরো টিম যোগ দেন।

এসময় প্রত্যেকের ব্ল্যাক টি-শার্টে লেখা ছিল ‘রইস’র বিভিন্ন ডায়ালগ। বলিউড বাদশার টি-শার্টে লেখা ছিল,‘শেরোঁ কা জমানা হোতা হ্যায়’। সাকসেস পার্টিতে শাহরুখ খান বুঝিয়ে দেন, বলিউডে যতোই চেঞ্জ আসুক, তার জমানা কিন্তু থাকছে একইরকম। শুধু তাই নয়, পার্টিতে ছবিটির গানের নামের আদলে জালিমা পোলাও, দিনঙ্গানা পনির টিক্বা ও লায়লা’স চিলি কারির আয়োজন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: