odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ঢাকা ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ May ২০২০ ০৫:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ May ২০২০ ০৫:২৯

 

ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনাভাইরাসের পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার রাতে বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যায়, বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “ইউনাইটেড হাসপাতালের নিচতলায় রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লেগেছিল। আমাদের ৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত আরেক কর্মকর্তা কামরুল হাসান জানায়, “নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।”

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, “হাসপাতালের বাইরের দিকে করোনা রোগীদের জন্য যে তাঁবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আগুন লাগে।”

নিহতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি

বিডিনিউজ



আপনার মূল্যবান মতামত দিন: