odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

একটি চমক রেখে দল ঘোষণা ভারতের

Admin 1 | প্রকাশিত: ৮ May ২০১৭ ২৩:৩৯

Admin 1
প্রকাশিত: ৮ May ২০১৭ ২৩:৩৯

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দল ঘোষণা করল ভারত। অনেক দিন পর দলে ফিরলেন পেসার মোহাম্মদ শামি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ভারতের হয়ে আর ওয়ানডে খেলেননি শামি। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে পুনরুজ্জীবিত হচ্ছে তাঁর আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার।

শামি ছাড়া চমকে দেওয়ার মতো কোনো নাম নেই ভারতীয় দলে। ২০১৩ সালের পর এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির দল জায়গাটা ধরে রাখলেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন রোহিত শর্মা। হরভজন সিং ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু তাঁর জায়গা হলো না দলে।
গত ২৫ এপ্রিল ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ সময়। প্রায় দুই সপ্তাহ পরে দল দিল ভারত। সূত্র: টিওআই।

ভারতীয় দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।



আপনার মূল্যবান মতামত দিন: