odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

মালাঘা জাবেরি ইরানি মডেল

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২২ January ২০২১ ০৫:২৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২২ January ২০২১ ০৫:২৬

ইরানে জন্ম হলেও মালাঘা জাবেরি এখন বাস করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। কৈশোরেই মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ইরানে নিষেধাজ্ঞা থাকায় নিজ দেশে মডেলিং করতে পারেন না। যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান গড়তে লড়াই কম করতে হয়নি জাবেরিকে। নিখুঁত ফিগার আর স্বপ্নময় চোখের কারণে জাবেরি সুপরিচিত। বলা হয়, এ জন্য তাঁকে বহুবার সার্জারির মুখোমুখি হতে হয়েছে। বহু নামকরা সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন জাবেরি। ইনস্টাগ্রামে এ সুন্দরীর অনুসরণকারী ৩৪ লাখ।



আপনার মূল্যবান মতামত দিন: