odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

দুই ছেলেকে নিয়ে যা বললেন কারিনা কাপুর

Biplob | প্রকাশিত: ১১ May ২০২১ ১২:১২

Biplob
প্রকাশিত: ১১ May ২০২১ ১২:১২

বিনোদন ডেস্ক : দুই সন্তানের মা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর মাতৃদিবসের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন হয়ে পড়েন। রোববার দুই সন্তানের ছবিও পোস্ট করেন তিনি।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হন কারিনা। এরপর থেকেই তৈমুরের ছোট্ট ভাইয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন নেটিজেনরা।

সেই অপেক্ষার অবসান হলো মা দিবসে। এ দিন কারিনা তার দুই পুত্রের ছবি দেন, যেখানে তৈমুর আলি খান ছোট ভাইকে ধরে বসে রয়েছে।

তৈমুর ও তার ছোট ছেলের সাদা-কালো ছবি পোস্ট করে কারিনা কাপুর হিন্দিতে মাতৃদিবসের পোস্ট লেখেন। তিনি লিখেন- ‘‌আশার উপরেই টিকে রয়েছে পৃথিবী।

এই দুজন আমাকে আশা দেয়ৃ সুন্দর আগামীর জন্য। সুন্দর এবং সাহসী প্রত্যেক মাকে মাতৃদিবসের শুভেচ্ছা।’



আপনার মূল্যবান মতামত দিন: