odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ফেরি ডুবে ৬ জনের প্রাণহানি

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৪ November ২০২১ ০৬:০৪

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৪ November ২০২১ ০৬:০৪

 

কলম্বো, ২৩ নভেম্বর, ২০২১ : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে মঙ্গলবার ২০ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেলে কয়েক শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হােিয়ছে। 
পুলিশের বরাত দিয়ে কলম্বো গেজেট জানায়, ত্রিঙ্কোমালি জেলার কিন্নিয়ার কুরিঞ্চঙ্কারনি সেতুর কাছে ফেরিটি ডুবে গেলে অন্তত: ১১ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র। 
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নৌবাহিনীর বরাত দিয়ে কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী ডুবে যাওয়া ফেরি থেকে কয়েক জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন স্কুল শিশুও রয়েছে।
নৌবাহিনী জানায়, তারা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে র‌্যাপিড অ্যাকশন বোট স্কোয়াড্রন (আরএবিএস), স্পেশাল বোট স্কোয়াড্রন (এসবিএস) এবং ডুবুরি দল মোতায়েন করা হয়েছে। 
পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: