odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা

| প্রকাশিত: ৭ April ২০২২ ০৭:০০


প্রকাশিত: ৭ April ২০২২ ০৭:০০

 

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাসহ বেশ কয়েকটি মামলায় কারান্তরীণ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন। তবে রাসেল এখনো কারামুক্ত হননি।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসাইন বাড্ডা থানায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ইভ্যালি ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসে কম মূল্য অফার করে। পরে তিনি ও তার আর এক বন্ধু মোট ২৮ লাখ টাকার পণ্য অর্ডার করেন এবং টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলে প্রতিষ্ঠানটি তা করেনি।

এদিকে, গত বুধবার গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে পাঁচ মাস আগে গ্রেফতর ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া জামিন পেয়েছেন। মামলার বাদীপক্ষ ও আসামির মধ্যে আপস হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন: