odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক

 বিনোদন ডেস্ক  | প্রকাশিত: ৯ April ২০২২ ০০:৫৫

 বিনোদন ডেস্ক 
প্রকাশিত: ৯ April ২০২২ ০০:৫৫

তুমুল আলোচনায় থাকা  ‘টিপ পরে’ ছবি পোস্ট করা অভিনয়শিল্পীদের ‘পাগল’ সম্বোধন করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। আর এবার সেই টিপ পরা অভিনেতাদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন সিদ্দিক। নওগাঁর সাম্প্রতিক হিজাব ইস্যুকে টেনে এনে এ কথা বললেন তিনি।  

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। এমন খবর ছড়িয়েছে গণমাধ্যমে ও ফেসবুকে। বিষয়টি নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এবার নীরব ভূমিকায় সেই সব অভিনেতারা, যারা কয়েকদিন আগেই টিপকাণ্ডে টিপ পরে এবং সে সব ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাদের উদ্দেশ্যেই সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

অভিনেতা সিদ্দিকুর রহমানের ভাষায়, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’



আপনার মূল্যবান মতামত দিন: