odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ইফতারে মিষ্টি কুমড়ার পায়েস তৈরি করবেন যেভাবে

 লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৮ April ২০২২ ১৪:৪১

 লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ April ২০২২ ১৪:৪১

ইফতারের জন্য তৈরি করতে পারেন মিষ্টি কুমড়ার পায়েস। 

চলুন রেসিপি জেনে নেওয়া যাক: 

তৈরি করতে যা লাগবে

মিষ্টি কুমড়া গ্রেট করে নেওয়া- ৩ কাপ
ঘন দুধ- ২ লিটার
ছানা- ১ কাপ
গুঁড়া দুধ- ২ কাপ
চিনি- স্বাদমতো
এলাচ ও দারুচিনির গুঁড়া- সামান্য।

যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে দুধ নিয়ে জ্বাল করে নিন। দুধ ঘন হয়ে এলে তাতে গুঁড়া দুধ সামান্য পানিতে গুলে মিশিয়ে দিন। এবার এতে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর মেশান চিনি। চিনি থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে দিয়ে দিন গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচ ও কাজু-পেস্তা কুচি। এবার হালকা আঁচে রান্না করুন। এভাবে ১৫-২০ মিনিট রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



আপনার মূল্যবান মতামত দিন: