odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

৯ মামলায় ইভ্যালির এমডি রাসেলের জামিন

| প্রকাশিত: ২২ April ২০২২ ০৩:৪৫


প্রকাশিত: ২২ April ২০২২ ০৩:৪৫

 

চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই কারামুক্ত হতে পারছেন না তিনি। 

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পৃথক আদেশে জামিন পান তিনি।

রাসেলের আইনজীবী আহসান হাবীব জামিনের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

প্রসঙ্গত, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: