odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশ নারীদের জনসমক্ষে বোরকা পরার

odhikarpatra | প্রকাশিত: ৮ May ২০২২ ০৭:১৫

odhikarpatra
প্রকাশিত: ৮ May ২০২২ ০৭:১৫

 

sharethis sharing button

 

 আফগানিস্তানের সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান শনিবার দেশটির নারীদের জনসমক্ষে বোরকা পরার নির্দেশ দিয়েছে।
কট্টর ইসলামপন্থীরা ক্ষমতা দখলের পর থেকে নারীদের জীবনের উপর আরোপিত কঠোরতম নিয়ন্ত্রণগুলোর মধ্যে এটি অন্যতম। খবর এএফপি’র।
কাবুলের একটি অনুষ্ঠানে তালেবান কর্তৃপক্ষ প্রকাশিত হিবাতুল্লা আখুন্দজাদা কর্তৃক জারি করা একটি ডিক্রিতে বলা হয়েছে, নারীদের চাডোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত কারণ এটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক।



আপনার মূল্যবান মতামত দিন: