odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

আলিয়া, রণবীরের সঙ্গে শাহরুখ খান

odhikarpatra | প্রকাশিত: ১৬ May ২০২২ ০৯:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৬ May ২০২২ ০৯:৩১

ডিয়ার জিন্দেগি'র পর একই ছবিতে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt)। করণ জোহরের পরবর্তী ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ছবিটিতে রণবীর সিংও রয়েছে। 

সূত্রের খবর, ছবিটি করণ জোহরের কাছে অত্যন্ত কাছের। ইতিমধ্যে শাহরুখের সঙ্গে একপ্রস্থ কথা সেরে ফেলেছেন করণ। 'কিং খান'-ও নাকি 'বন্ধু করণ'কে না বলতে পারেননি। এমনকী তিনি নাকি চরিত্র সম্পর্কেও জানতে চাননি। কোথায় শুটিং হবে তাও জানতে চাননি। করণের এককথায় 'হ্যাঁ' বলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 

শোনা যাচ্ছে, করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আলিয়া, রণবীরের সঙ্গে একটা গানের দৃশ্যে দেখা যাবে তাঁকে।   

 

সুত্র ঃ জি নিউজ 



আপনার মূল্যবান মতামত দিন: