odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাগুরায় বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ৮ June ২০২২ ০৯:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৮ June ২০২২ ০৯:৩৭

ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আজ জেলার সদর উপজেলায় ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু। 
এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা, বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ। 
মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীদের মধ্যে ৮০ জন শিক্ষার্থীকে জনপ্রতি দুইহাজার চারশ’ টাকা, ৪০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ছয়হাজার টাকা এবং ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি নয়হাজার ছয়শ’ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর হাতে ৩০টি বাইসাইকেল তুলে দেওয়া হয়



আপনার মূল্যবান মতামত দিন: