odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

অগ্নিকান্ডে রাঙ্গামাটিতে ১৫টি দোকান ও ঘর ভস্মীভূত

odhikarpatra | প্রকাশিত: ৩ July ২০২২ ০১:১৮

odhikarpatra
প্রকাশিত: ৩ July ২০২২ ০১:১৮

রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায়  আজ ভোর রাতে  ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি দোকান ও ২ টি বাসা সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত  হয়েছে আশে পাশের কিছু ঘর-বাড়ি।

স্থানীয় সাবেক পৌরসভা কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন টিটু
বাংলাদেশ সংবাদ সংস্থারক (বাসস) জানান, ভোর সাড়ে ৩ টার দিকে কলেজ গেইট মসজিদের সম্মুখে একটি দোকানে আগুনের ফুলকী দেখা যায়। মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন চারি দিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ রফিকুজ্জামান বাসসকে বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। তিনি জানান, আগুনে প্রায় ১৩ টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে এবং ২টি ঘর পুড়ে গেছে।
অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সকালে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: