odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে : ওবায়দুল কাদের

Admin 1 | প্রকাশিত: ২৪ June ২০১৭ ১৬:১৩

Admin 1
প্রকাশিত: ২৪ June ২০১৭ ১৬:১৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,গত যেকোনো বছরের তুলনায় এবার ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। যাত্রীদের কাছ থেকে কোথাও কোন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছেনা বলেও জানান মন্ত্রী।
আজ শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরের তুলনায় এবার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার রাস্তা অনেক ভালো। ফলে, উত্তরবঙ্গের যাত্রী এবার একটু হলেও আরামে বাড়িতে যেতে পারছে। এক কথায় বলাই যায়, আমরা এবার যানজট সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি।
ড্রাইভারদের সব সময় সতর্কভাবে গাড়ি চালাতে হবে জানিয়ে তিনি বলেন, ঝুঁকি নিয়ে কখনো গাড়ি চালানো যাবে না এবং ঝুঁকি নিয়ে কখনো কোনো যাত্রী গাড়িতে ওঠবেন না। এবারের ঈদে রাস্তাঘাট অনেক ভালো।
যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি।



আপনার মূল্যবান মতামত দিন: