odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

অস্ত্রসহ ৬ ডাকাত ভোলার লালমোহনে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

odhikarpatra | প্রকাশিত: ২৪ August ২০২২ ০৬:১১

odhikarpatra
প্রকাশিত: ২৪ August ২০২২ ০৬:১১

 জেলার লালমোহন উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে মেঘনা পাড়ের বাত্তির খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা শাকিল (১৯), ধলু মিয়া (৩৮), সোহাগ (৫৩), রাকিব (১৯), মো: রাকিব (২৩) ও মানিক (২৫)। তাদের সবার বাড়ি বরিশালে । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৮ ডাকাত পালিয়ে যায়। 

পুলিশ জানায়, ডাকাতদল অস্ত্র নিয়ে জেলেদের মাছ, জালসহ অনান্য সরাঞ্জাম ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের কাছ থেকে ৬টি বড় ছোড়া, ১টি রামদা, ছোট দা ১টি, করাত ১টি ও তাদের ব্যবহারের ১টি নৌকা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ আজ সকালে বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ৬ ডাকাতকে আটক করে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: