odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২২ ১০:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২২ ১০:৩৭

 

আর কে আকাশ, পাবনা: পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার  বেলা ১১টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ব্যবস্থাপনা বিভাগকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ন কবির মজুমদার। বহিঃক্রীড়া কমিটির আহবায়ক ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ.কে.এম. শওকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিনুল হক।
এসময় ক্রীড়া পরিচালনা কমিটির সহযোগী অধ্যাপক মোহা. কলিমুদ্দিন, মো. মাহবুব হাসান, মো. রফিকুল ইসলাম, শাহনাজ পারভীন, মো. আব্দুল্লাহ্-আল-মামুন, মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মো. হাশেম আলী, মো. আনিছুর রহমান, ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, মো. আশেকুর রহমান, মো. জহুরুল ইসলাম, প্রভাষক মোহা. মিজানুর রহমান, মো. সারোয়ার রহমান, শরীর চর্চা শিক্ষক রবিউল করিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থী-অভিভাবক ও শত-শত ক্রীড়ামোদি দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন



আপনার মূল্যবান মতামত দিন: