odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

রাঙ্গামাটির কাউখালীতে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৭ October ২০২২ ০৩:০৯

odhikarpatra
প্রকাশিত: ৭ October ২০২২ ০৩:০৯

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন   আজ অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় কাউখালী উপজেলা পরিষদ ময়দানে যুবলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার  শেখ ফজলে নাঈম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি  অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের  সহ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কায়ছার উদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী,, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমূখ।
সম্মেলনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: