ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে : আবহাওয়া

odhikarpatra | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ ০১:১২

odhikarpatra
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ ০১:১২

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়া অফিস আরো জানায়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে। গতকাল দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা ছিল ঢাকায় সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনি¤œ ১৭ দশমিক ৪ ডিগ্রি, রাজশাহীতে সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিন্ম ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিন্ম ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিন্ম ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ২৯ ডিগ্রি ও সর্বনিন্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি ও সর্বনিন্ম ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিন্ম ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৩ ডিগ্রি ও সর্বনিন্ম ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।



আপনার মূল্যবান মতামত দিন: