odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বিশ্বকাপের ফাইনালে গোল করে রোমঞ্চকর এক রেকর্ড গড়লেন মেসি

odhikarpatra | প্রকাশিত: ১৯ December ২০২২ ১১:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ December ২০২২ ১১:৫৭

দোহা, ১৮ ডিসেম্বর ২০২২  : দোহার লুসাইল স্টেডিয়ামে কাতার  বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। পরমুহুর্তেই এঞ্জেল ডি মারিয়া গোল করলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড পায় আর্জেন্টিনা।

তবে মজার ব্যাপার হচ্ছে পেনাল্টি থেকে গোল করেই রোমঞ্চকর এক রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন সময়ের আলোচতি ফুটবল তারকা মেসি। এ  গোলের  মাধ্যমে সাতবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি হয়ে গেলেন  বিশ্বকাপের ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি গ্রুপ পর্ব, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনালে গোল করার নজিন সৃস্টি করলেন।
রোববার ফাইনালে খেলতে নেমেই  বিশ্বকাপের সর্বাধিক ম্যাচ খেলার  রেকর্ডও গড়েছেন মেসি।  এই নিয়ে বিশ^কাপে রেকর্ড ২৬টি ম্যাচ খেললেন  মেসি। এর আগে বিশ^কাপের ২৫টি ম্যাচ খেলে ওই রেকর্ডটি গড়েছিলেন ফ্রান্সেরই কিংবদন্তী ফুটবলার লোথার ম্যাথুজ। সেমি-ফাইনালে খেলেই ম্যাথুজের রেকর্ডে  ভাগ বসিয়েছিলেন ইতোমধ্যে কিংবদন্তী খেলোয়াড়ের তালিকায় ঢুকে যাওয়া মেসি। রোববার তাকে ছাড়িয়ে একক ভাবে বিশ্বকাপের সর্বাধিক ম্যাচে খেলার রেকর্ড গড়েন ‘ভিন গ্রহের তারকা’ মেসি।



আপনার মূল্যবান মতামত দিন: