odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

যুবলীগ অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

odhikarpatra | প্রকাশিত: ৯ January ২০২৩ ০৯:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৯ January ২০২৩ ০৯:৩৬

ঢাকা  রোববার (৮ জানুয়ারি) ঃরাজধানীর মিরপুরে শেখ রাসেল শিশু উদ্যানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। তার বক্তব্যে যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, বিএনপি-জামাত সবসময় এদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করেছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল-আছে-থাকবে। করোনা মহামারিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে অসহায় মানুষের পাশে ছিল যুবলীগ। বিনামূল্যে ঔষধ বিতরণ, মাস্ক বিতরণ, ফ্রি-অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবাসহ অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে দিতে এসেছি। যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল এটাই তার প্রমাণ।



আপনার মূল্যবান মতামত দিন: