odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বেনিনে বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ নিহত

odhikarpatra | প্রকাশিত: ১ February ২০২৩ ০৯:২৯

odhikarpatra
প্রকাশিত: ১ February ২০২৩ ০৯:২৯

কোটোনোউ, ৩১ জানুয়ারি, ২০২৩ : পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। সরকার সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে সরকার জানায়, রোববার দাসা-জুমের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২২ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাওবাব এক্সপ্রেস পরিবহন সংস্থা জানায়, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে প্যারাকাউ থেকে দক্ষিণের বাণিজ্যিক রাজধানী কোটোনোউ যাচ্ছিল।
সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় অনেক যাত্রী মারা যায়।
এ ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বাওবাব এক্সপ্রেস তাদের সকল বাস পরিষেবা বাতিল করে। এদিকে এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ স্বজনদের জন্য একটি সহায়তা ইউনিট গঠন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: