odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে নিহত ২

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৩ ০৯:২১

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৩ ০৯:২১

 ময়মনসিংহ, ২ ফেব্রুয়ারি, ২০২৩ : জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহষ্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ত্রিশাল উপজেলার বৈলর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান- ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে একজন ভ্যান চালক মিলন মিয়া (২৫) ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে অপরজন ট্রাকের হেলপার নাজিবর রহমান (৪০) পিতা মৃত মমিন উদ্দিন সিকদার, সাং-চান্দরা, থানা-গাছা (জিএমপি), জেলা-গাজীপুর। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। মামলার প্রস্ততি নেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: