odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

অভিনেত্রী আঁখির অবস্থার অবনতি

sabuj | প্রকাশিত: ৪ February ২০২৩ ০৭:৩২

sabuj
প্রকাশিত: ৪ February ২০২৩ ০৭:৩২

ঢাকা, ৩০/০২/২৩: শনিবার মিরপুরের গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি একটি শুটিং বাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে প্লাজমা দিতে হয়েছে। সেদিনই তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

ইমদাদুল হক মিলনের ‘প্রিয় দর্শনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিং করছিলেন আঁখি। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। শুটিংয়ের জন্য তৈরি হতে চুল স্ট্রেট করে নিচ্ছিল। সকেট থেকে স্ট্রেট মেশিনের প্লাগ খোলার সময় ভয়াবহ শব্দ হয়। ধারণা করা হচ্ছে, রুমে গ্যাস জমে ছিল, স্পার্কিং থেকে আগুন ধরতে পারে।

শারমিন আঁখি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মডেলিংয়ের পর ২০১৮ সালে নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ছিল ‘ইতি, তোমারই ঢাকা’

সবুজ এন



আপনার মূল্যবান মতামত দিন: