odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় ৬ জন নিহত, সন্দেহভাজন গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১৯ February ২০২৩ ০৯:০৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ February ২০২৩ ০৯:০৭

ওয়াশিংটন, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩  : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় শুক্রবার বন্দুকধারীর একের পর এক হামলায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

পুলিশকে উদ্ধৃত করে টেনেসির পার্শ্ববর্তী মেমফিসের গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, বর্তমানে নিরাপত্তা হেফাজতে থাকা এক ব্যক্তি ছোট শহর আরকাবুতলার একটি দোকানে এক ব্যক্তিকে গুলি করে এবং তারপর সে কাছের একটি বাড়িতে গিয়ে এক মহিলাকে হত্যা করে।
সিবিএস সংশ্লিষ্ট ডব্লিউআরইজির উদ্ধৃতি দিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, এরপর লোকটি তার গাড়িতে করে অন্য বাড়িতে যায় এবং সেখানে সে আরো দুজনকে গুলি করে হত্যা করে। এ বাড়ি তার বাসভবন বলে ধারণা করা হচ্ছে।
এরপর পুলিশ তাকে তাড়া করে দ্বিতীয় একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে গ্রেফতার করে।
ডব্লিউআরইজি জানায়, অন্য দুজনকে সেই স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মেমফিস ভিত্তিক টিভি স্টেশন অ্যাকশন নিউজ-৫ অভিযুক্ত হামলাকারীর নাম রিচার্ড ডেল ক্রাম বলে জানায়। তার বয়স ৫২ বছর।
টুইটার বার্তায় মিসিসিপি গভর্নর টেট রিভস বলেন, তাকে এই  হামলার ঘটনা অবহিত করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: