odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

শ্রীনগর ভাগ্যকুলে জনতা ব্যাংকের সামনে ময়লার আবজর্নার স্থুপ

odhikarpatra | প্রকাশিত: ২০ February ২০২৩ ১০:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২০ February ২০২৩ ১০:৩৬

মোঃতারিকুল ইসলাম - মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বৃহত্তর ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর মাওয়া ব্যস্ততম রোডের জনতার ব্যাংক ও ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ এবং মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে সরকারি খাল যেন ময়লা আবজর্নার স্তুপ । প্রতিটি দোকানদারদের মাঝে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। ভাগ্যকুলের খাল বন্ধ করে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৃহত্তর ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। খাল গুলো ঠিকমতো পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। করা হলেও দায়সারা গোছের। রাস্তার পাশে জমে আছে আবর্জনার স্তুপ। সেখান দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। ভাগ্যকুল এলাকার খালগুলোর অবস্থা আরো করুন। এলাকার মানুষ সেখানে বাসাবাড়ির আবর্জনা ফেলে। ফলে উৎকট গন্ধে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হচ্ছে । বিভিন্ন স্থান ঘুরে গনমাধ্যমকর্মীরা দেখেন রাস্তার পাশে স্তুপ করে রাখা আবর্জনা পড়ে আছে। এ ভাবে রাস্তার আশে পাশের ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বসবাস করার পরিবেশ ব্যহত হচ্ছে। মারাত্মক ভাবে স্বাস্থ্য ঝুকিতে পড়েছে বৃহত্তর ভাগ্যকুলবাসী। তথ্য নিয়ে জানা দেখা গেছে এলাকায় দোকানদাররা ও মানুষেরা সচেতন নয়। রাস্তার উপরেই পচা জিনিস ফেলে যাচ্ছে। এ বিষয়ে ভাগ্যকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো সামসুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তার ময়লা ফেলে রাখার কারনে পাশ থেকে ময়লার আসা গন্ধে আমরা মুক্তিযোদ্ধা ক্লাবের বসতে পারি না।



আপনার মূল্যবান মতামত দিন: