odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

ফিফার পর এবার অস্কারে দীপিকা

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ March ২০২৩ ০৪:৫০

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ March ২০২৩ ০৪:৫০

প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে এলো আরও এক চমকে যাওয়া খবর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার প্রেজেন্টার বা উপস্থাপকদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে দেখা গেছে দীপিকা পাড়ুকোনের নাম।
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা।


ভারতীয় হিসাবে দীপিকাই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে।

অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশের তিন ছবি। এসএস রাজামৌলির 'আরআরআর' ছবির 'নাটু নাটু' গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দু'টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি শৌনক সেন পরিচালিত 'অল দ্যাট ব্রিদস' এবং অন্যটি কার্তিকি গনজালভেজ পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।



আপনার মূল্যবান মতামত দিন: