odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ March ২০২৩ ২৩:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ March ২০২৩ ২৩:৩৪

পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের আজ্জুন শহরের মেয়র আহমদ এনায়া দাবি করেন, শহরের মধ্য দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় পাথর ছুড়ে মারে ছেলেটি। এরপর তার দিকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোহাম্মদ নিদাল সেলিমকে সামনে থেকে নয়, তার পিঠে গুলি করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীরে এমন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। এক বছর ধরে প্রায় প্রতিদিনই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কয়েক শ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। 

 



আপনার মূল্যবান মতামত দিন: