odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

রেকর্ড গড়েছে শাহরুখের 'পাঠান'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ March ২০২৩ ০১:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ March ২০২৩ ০১:৫৬

চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখ খানের কামব্যাক সিনেমা।। তবে সংশয় ছিল একটি রেকর্ড নিয়ে। তা হলো হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়; যেটা দখল করে ছিল দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’। হিন্দিতে ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এতদিন এটি ছিল শীর্ষে।ছবিটি মুক্তির ৩৮ দিন পেরিয়ে সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ‘পাঠান’। ফলে এটিই এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা ছবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরন আদর্শ।তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ) পর্যন্ত ‘পাঠান’র আয় ছিল ৫১০ কোটি ৫৫ লাখ রুপি। শুক্রবার সেটা ৫১১ কোটি রুপি ছাড়িয়ে গেছে।তরন আদর্শ হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়কারী চারটি ছবির তালিকা শেয়ার করেছেন। সেখানে সবার ওপরে এখন ‘পাঠান’। এরপরে যথাক্রমে রয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘দঙ্গল’।

চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনের এই সিনেমা আন্তর্জাতিক বাজারেও চুটিয়ে ব্যবসা করছে। ইতোমধ্যে এর বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ১ হাজার ২৬ কোটি রুপি।



আপনার মূল্যবান মতামত দিন: