odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

পাকিস্তানে জোট সরকার ভাঙনের পথে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ March ২০২৩ ০৭:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ March ২০২৩ ০৭:৫১

ভেঙে যেতে পারে পাকিস্তানের জোট সরকার। জোটসঙ্গী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, সিন্ধু প্রদেশের বন্যাদুর্গতদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা না হলে তাঁর দলের পক্ষে জোট সরকারে থাকা খুবই কঠিন হয়ে যাবে।

করাচিতে গতকাল রোববার গমবীজে ভর্তুকি প্রদান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিলওয়াল ভুট্টো কেন্দ্রীয় জোট সরকার নিয়ে এ মন্তব্য করেন।

এ সময় বিলওয়াল ভুট্টো পাকিস্তানের ডিজিটাল আদমশুমারির অনুশীলন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি প্রদেশে ভিন্ন আদমশুমারি থেকে পাওয়া ভোটারদের তথ্যের ভিত্তিতে ভোট হবে, অন্যান্য প্রদেশে ‘ত্রুটিপূর্ণ’ ডিজিটাল আদমশুমারির তথ্যের ভিত্তিতে ভোট হেব—এটা গ্রহণযোগ্য নয়।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে পিপিপির সরকার রয়েছে। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাদেশিক সরকার। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতির পূরণ পিপিপির জন্যও গুরুত্বপূর্ণ।

পার্লামেন্টে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত বছরের ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের পিটিআই সরকার। ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। ১৯ এপ্রিল তিনি ৩৩ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন। এই সরকারের অন্যতম জোটসঙ্গী পিপিপি।



আপনার মূল্যবান মতামত দিন: