odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

বাংলাদেশে ১৭ মার্চ মুক্তি পাচ্ছে সুপারহিরো মুভি 'শাজাম'

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ March ২০২৩ ২২:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ March ২০২৩ ২২:৩৫

আগামী ১৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’।
একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ডেভিড এফ স্যান্ডবার্গ পরিচালিত এই সিকুয়েলে অভিনয় করছেন প্রথম সিনেমায় অভিনয় করা জ্যাচারি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলার প্রমুখ। নতুন কোনো নাম যুক্ত হয়নি এই সিকুয়েলে।

ডিসি কমিকসের সুপারহিরো এই শাজাম। ২০১৯ সালে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় এই সুপারহিরোকে। প্রথমবারেই দর্শকের মন জয় করে নিয়েছিল নতুন এই সুপারহিরো। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছিল শাজাম।



আপনার মূল্যবান মতামত দিন: