odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

চোখে চোট পেলেন মেহেদী হাসান মিরাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ March ২০২৩ ২০:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ March ২০২৩ ২০:১৭

আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবারের অনুশীলনে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি।

জানা যায়, চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য।

এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।



আপনার মূল্যবান মতামত দিন: