odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ March ২০২৩ ০৬:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ March ২০২৩ ০৬:৪৭

মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার ‘ধ্বংস করা’ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া।ড্রোন ধ্বংস করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে শুক্রবার দুই সুখোই-২৭ যুদ্ধবিমানের দুই পাইলটকে পুরস্কার প্রদান করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

মঙ্গলবার রাশিয়ার দুই সুখোই-২৭ যুদ্ধবিমানের তৎপরতায় কৃষ্ণসাগরে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন। ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিল বলে দাবি মস্কোর। পুরস্কার দেওয়ার পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ যুদ্ধবিমান ড্রোনটিকে স্পর্শই করেনি।
 
আরও জানায়, ওই দিন সকাল সাড়ে ৯টায় রুশ যুদ্ধবিমানের খুব কাছাকাছি চলে আসায় ড্রোনটি নিয়ন্ত্রণ হারায় এবং সাগরের পানির ওপর আছড়ে পড়ে। আরও বলেছে, ড্রোনটি তার ট্রান্সপন্ডার বন্ধ করে উড়ছিল এবং আকাশসীমার বিধিনিষেধ লঙ্ঘন করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন: