odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনা,নিহত ১৯

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ March ২০২৩ ২১:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ March ২০২৩ ২১:৩০

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

মারা যাওয়া দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে ঢামেক সূত্র জানায়, আজ রোববার বেলা ১১টার দিকে এই দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।পরে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

লাশ দুটি কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সাতজন এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন সাতজন হলেন আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০) পংকজ কান্তি ঘোষ (৫০), ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।



আপনার মূল্যবান মতামত দিন: