odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

সড়ক দুর্ঘটনায় যুব সংহতি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ March ২০২৩ ০৩:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ March ২০২৩ ০৩:১৬

ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান উজ্জল (৪৪) ব্যাপারীর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ভাতিজার বিয়ের দিন-তারিখ নির্ধারণ করার জন্য শনিবার মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে ত্রিশালে আসার পথে মধুপুর এলাকায় মোটরসাইকেল দুঘটনায় গুরুতর আহত হন। 

তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। 

মরহুমের জানাজা মঙ্গলবার বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের চিকনা ব্যাপারী বাড়িতে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপির স্থানীয় নেতারা গভীর শোক ও সমবেদনা জানান।



আপনার মূল্যবান মতামত দিন: