odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

শি চিন পিংকে কিয়েভে জেলেনস্কি আমন্ত্রণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ March ২০২৩ ০৫:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ March ২০২৩ ০৫:১১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে যুদ্ধ পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখার খোলা আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বুধবার এ কথা জানান।

গত কয়েক মাসে চীনের সঙ্গে রাশিয়ার সখ্য বেড়েছে। রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে চীন। অতি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিয়ের বৈঠক হয়েছে। এই পরিস্থিতিতে জেলেনস্কির এই বক্তব্য গুরুত্বপূর্ণ। জেলেনস্কির বক্তব্য, পুতিন শিয়ের কাছে যতটা সাহায্য চেয়েছিলেন, চীন তা দেয়নি। ফলে এমন হতেই পারে, শি কিয়েভের পরিস্থিতি দেখে ইউক্রেনকে সমর্থন করবে। বস্তুত সম্প্রতি শি মস্কোয় গিয়েছিলেন। সেখানে রাশিয়ার প্রশাসন তাকে যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: