odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের একমাত্র ছবি ‘লিডার-আমিই বাংলাদেশ’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ March ২০২৩ ২১:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ March ২০২৩ ২১:৩৬

এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের “লিডার-আমিই বাংলাদেশ” ছবিটি।সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন তপু।

কদিন আগে এক সংবাদ সম্মেলনে শাকিব খানও আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া লিডার-আমিই বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তিনি এই ছবি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘তরুণ নির্মাতা হিসেবে তপুও খুব ভালো বানিয়েছেন। আশা করছি এবারের ঈদ মাত করবে ছবিটি।’

সিনেমা মুক্তির বিষয়ে তপু খান বললেন, আমি মনে করি শাকিব খান-বুবলী জুটির লিডার -আমিই বাংলাদেশ সিনেমাটি দর্শকেরা বেশ উপভোগ করবে। একই সঙ্গে শাকিব ভক্তদের তৃষ্ণা মিটবে। 

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে  একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

 


আপনার মূল্যবান মতামত দিন: