odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত হচ্ছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ April ২০২৩ ১৯:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ April ২০২৩ ১৯:১৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ার হারানোর পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন জায়েদ খান সদস্য পদটাও বুঝি হারাচ্ছেন। দেরিতে হলেওসে ধারণাই সত্যি হতে চলেছে। কাঞ্চন-নিপূণ পরিষদ দায়িত্ব নেয়ার এক বছর পর স্থগিত হচ্ছে  জায়েদ খানের সদস্যপদ।

আগামী রোববার সমিতির জরুরী সভা ডেকেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। যে মিটিংয়ের মূল আলোচনার বিষয় জায়েদ খান।

সদস্য পদ বাতিলের বিষয়ে জায়েদ খান  বলেন, জোর করে সাধারণ সম্পদকের দায়িত্ব নেওয়া নিপুণের গঠন মূলক সমালোচনা করেছি বলেই তিনি আমার সমদ্যপদ বাতিলের পায়তারা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: