odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মাগফিরাতের দশ দিন তওবা করার বিশেষ সময়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ April ২০২৩ ১০:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ April ২০২৩ ১০:১৩

দেখতে দেখতে রহমতের দিনগুলো তো ফুরিয়ে গেল। আজ মাগফিরাতের প্রথম দিন।মাগফিরাত বা ক্ষমা পেতে হলে তওবা করতে হবে। রমজান নিয়ে আসে তওবা করার সুবর্ণ সুযোগ।

তওবার শাব্দিক অর্থ ফিরে আসা। উদ্দেশ্য গোনাহ থেকে ফিরে আসা।কুরআন ও সুন্নাহর পরিভাষায় তওবার অর্থ বিগত গোনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার ধারে-কাছে না যাওয়ার দৃঢ়সংকল্প করা। আল্লাহতায়ালা বলেন,‘হে মোমিনরা তোমরা আল্লাহতায়ালার কাছে তওবা কর, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজ ক্ষমা করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। (সূরা আত তাহরিম : ৮)।’

মজান মাসে, বিশেষ করে দ্বিতীয় দশক ও তৃতীয় দশকে তওবা করার বিশেষ সময়। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু।অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে।

লেখক : অধ্যক্ষ, দারুল উলুম ঢাকা, মিরপুর ১৩



আপনার মূল্যবান মতামত দিন: