odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ April ২০২৩ ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ April ২০২৩ ১৮:২৭

আয়ারল্যান্ডকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে নামা টাইগাররা আজ চতুর্থ দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে। ফলে মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রান।

তৃতীয় দিনশেষে ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রেইনকে আজ শুরুতেই সাজঘরে ফেরান পেসার এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাকব্রাইন। বল তার ব্যাটের বাইরে দিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ম্যাকব্রেইন করেছেন ৭২ রান। ১৫৬ বলের ইনিংস সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়।

ম্যাকব্রেইনের পর সাজঘরের পথ ধরেন গ্রাহাম হিউম। তার উইকেটটিও নিয়েছেন এবাদত।

 



আপনার মূল্যবান মতামত দিন: