odhikarpatra@gmail.com ঢাকা | রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

আইপিএল ইস্যুতে কথা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩ ০১:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩ ০১:৫৩

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আইপিএল ইস্যুতে কথা বলেন সাকিব। আইপিএলে না খেলায় মন খারাপ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, তা হয়নি। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল যেহেতু বিশ্বকাপের বছর; কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো…কি আর করার।’

আইপিএল না খেললে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন কিনা তাও রহস্যের মধ্যে রেখে দিলেন সাকিব। বললেন, ‘সেটা সময়ই বলে দেবে, দেখি।’

গত সোমবার জানা যায়, যেহেতু পুরো আসরে সাকিবকে পাচ্ছে না কলকাতা, তাই তাকে নাম সরিয়ে ফেলার অনুরোধ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর সেই আবেদনে সাড়া দিয়ে সাকিব নাম সরিয়ে নিয়েছেন।

সাকিবের না খেলার সিদ্ধান্তের কারণে তার বদলি হিসেবে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা। যার এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: