odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জোর করে রাশিয়ায় নেওয়া ৩১ শিশু ফিরল পরিবারে কাছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ April ২০২৩ ২০:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ April ২০২৩ ২০:৫৩

জোরপূর্বক  রুশনিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া ৩১ শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে। শিশুদের ফিরিয়ে আনার বিষয়টি তদারক করে ‘সেইভ ইউক্রেন চ্যারিটি’ নামের একটি সংস্থা। 

রুশনিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এসব শিশুকে। যুদ্ধের কারণে যাওয়ার পথ বন্ধ থাকায় পোল্যান্ড ও বেলারুশ হয়ে ক্রিমিয়া সীমান্তে যান শিশুদের অভিভাবকরা। শনিবার সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

কিয়েভের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে জোর করে নেওয়া হয় রাশিয়া বা রুশনিয়ন্ত্রিত অঞ্চলে। ক্রিমিয়া, খারকিভ, খেরসনে প্রায় অর্ধশত ক্যাম্পে রাখা হয় তাদের। মস্কোর দাবি, নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল শিশুদের।

 



আপনার মূল্যবান মতামত দিন: