odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বিমানবন্দরের ডাস্টবিন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ April ২০২৩ ১৭:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ April ২০২৩ ১৭:০৪

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সোমবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট সংলগ্ন ডাস্টবিন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান  ডাস্টবিনের ভিতর থেকে স্কচটেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পাওয়া যায়।

সব সংস্থার উপস্থিতিতে বস্তু দুটির ভিতর থেকে ১০টি (প্রতিটি ১১৬ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি ১৬০ গ্রাম। বারগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে কাস্টমসের গুদামে জমা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: