odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

একক প্রার্থী দেবে জাপা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২২ August ২০১৭ ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২২ August ২০১৭ ১৮:৪৯

বন্যার্ত মানুষদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ডিগ্রী কলেজে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এসময় নীলফামারী-০৪ আসনে জাপা দলীয় সংসদ সদস্য শওকত চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির অবস্থা অতীতের থেকে অনেক ভালো উল্লেখ করে এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশ আসনে এককভাবে নির্বাচন করবে। এজন্য দলকে সংগঠিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: