odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

১১ মাস পর একসঙ্গে গানে ফিরল বিটিএস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ April ২০২৩ ০৩:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ April ২০২৩ ০৩:৩০

১১ মাস পর একসঙ্গে গানে ফিরল বিশ্বজুড়ে আলোচিত ব্যান্ড বিটিএস। মুক্তির অপেক্ষায় থাকা ত্রিমাত্রিক অ্যানিমেশন সিনেমা ‘বাস্টিউনস’–এর সূচনা সংগীতে পাওয়া যাবে বিটিএসের সব সদস্যকে।

গত বছর জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’–এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে।

শুক্রবার বিটিএসের গানের খবরটি দিয়েছে ‘বাস্টিউনস’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান নেবল কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিনেমার সূচনা সংগীতে বিটিএসের সাত সদস্যকেই একসঙ্গে পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বরে জিনের সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই গানের রেকর্ড করা হয়েছে।
গানের একঝলক ও পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন বিটিএসের ভক্তরা।



আপনার মূল্যবান মতামত দিন: