odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন নিহত ১৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৮:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৮:১২

দুবাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে  ১৬ জন নিহত হয়েছে।স্থানীয় সময় শনিবার দুপুরে দুবাইয়ের আল রাস এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

সিভিল ডিফেন্সের এক মুখপাত্র নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুবাইয়ের সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ওই মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৩৫ মিনিটে দুবাই সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। এরপর দুবাই সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে একটি টিম ১২টা ৪১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নেভাতে পোর্ট সাঈদ ফায়ার স্টেশন ও হামরিয়াহ ফায়ার স্টেশন সহায়তা দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: