odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:২৬

মিস ইন্ডিয়া ২০২৩ হলেন রাজস্থানের নন্দিনী গুপ্ত। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় তাকে।

প্রথম রানারআপ দিল্লির শ্রেয়া পুঞ্জা  এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন। 

রাজস্থানের কোটা অঞ্চলের মেয়ে নন্দিনী বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন।

এক সাক্ষাৎকারে নন্দিনী জানান, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়ের বেশির ভাগ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্ত ১৯ বছর বয়সী নন্দিনী।

 



আপনার মূল্যবান মতামত দিন: