odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

পাকিস্তানের ধর্মমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ April ২০২৩ ১৯:৫০

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর নিহত হয়েছেন। গতকাল শনিবার রাজধানী ইসলামাবাদে ইফতারির কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।  

এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুল শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা গাড়িতে পাঁচজন ছিলেন। তাঁদের সবাইকে আটক করা হয়েছে। 

হাসপাতালের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, আবদুল শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেন, ‘মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

 



আপনার মূল্যবান মতামত দিন: