odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

পাকিস্তানে ‘আত্মঘাতী হামলা’ নিহত ৮ পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ April ২০২৩ ১৮:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ April ২০২৩ ১৮:১৯

পাকিস্তানের সোয়াত উপত্যকায় কাবাল থানায় বিস্ফোরণে অন্তত আট পুলিশ নিহত হয়েছেন। এ হামলায় তিন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ একে আত্মঘাতী হামলা হিসেবে আখ্যায়িত করেছে।  

আহত পুলিশ কর্মকর্তা ইমদাদ খান বলেন, সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে থানা প্রাঙ্গণে হামলা হয়। হামলায় তিনটি ভবনই ধসে পড়ে এবং হামলার পরপর আগুন ধরে যায়। ধ্বংসাবশেষের নিচে লোকজন আটকা পড়ে আছে।

কাবাল থানাটির ভেতরে পাকিস্তান পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের একটি অফিস।

 


আপনার মূল্যবান মতামত দিন: